ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০২৪

সৌদি যুবরাজকে স্বাগত জানালেন ম্যাক্রোঁ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৩, ২৯ জুলাই ২০২২ | আপডেট: ১৭:৩৯, ২৯ জুলাই ২০২২

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার আন্তরিক করমর্দনের মধ্যদিয়ে প্যারিসের এলিসি প্রাসাদে আলোচনায় সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে স্বাগত জানান। 

তাদের মধ্যে বৈঠক প্রশ্নে বিভিন্ন মানবাধিকার সংগঠনের আপত্তি থাকা সত্ত্বেও তিনি এ আলোচনার পদক্ষেপ গ্রহণ করেন। খবর এএফপি’র।

এএফপি টিভি’র ভিডিও ফুটেজে ম্যাক্রোঁকে নৈশভোজের আগে সৌদি আরবের এ শাসককে উষ্ণ অভিনন্দন জানাতে দেখা যায়।

ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে নির্মমভাবে হত্যার চার বছরের কম সময় পর এ আলোচনা একেবারে অসঙ্গত মানবাধিকার কর্মীদের এমন অভিযোগ উপেক্ষা করে তিনি তাকে আলোচনায় স্বাগত জানালেন।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি