ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

ঝড়ো বাতাসে গানের মঞ্চ ভেঙে নিহত ১, আহত ৪০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৯, ১৩ আগস্ট ২০২২ | আপডেট: ২০:১১, ১৩ আগস্ট ২০২২

স্পেনের ভ্যালেন্সিয়া শহরের উপকূলীয় নগর কুল্লেরাতে ‘মেডুসা ফেস্টিভাল’ চলছিল। ছয় দিনব্যাপী ওই উৎসবে সাধারণত নাচ-গান ও কনসার্টের আয়োজন থাকে। ওই কনসার্ট চলাকালেই ঝড়ো বাতাসে মূল মঞ্চের একটি অংশ ভেঙে পড়ে একজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার রাতে সেখানে পাঁচটি মঞ্চে ডিজে-রা গান পারফর্ম করছিলেন। শনিবার ভোরের দিকে এর একটি মঞ্চ ভেঙে পড়ে।

আঞ্চলিক জরুরি সেবা থেকে এক টুইটে ৪০ জন আহত হওয়ার খবর দেয়া হয়। মেডুসা ফেস্টিভালের ফেসবুক পাতায় আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আজ (শনিবার) সকালে যা ঘটেছে তাতে আমরা সম্পূর্ণরূপে বিধ্বস্ত এবং ব্যথিত।’

বৈরী আবহাওয়ায় উৎসবস্থলের বেশ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তারা। মেডুসা ফেস্টিভাল কর্তৃপক্ষ বলেন, ‘ভোর ৪টার দিকে অপ্রত্যাশিতভাবে প্রচণ্ড ঝড়ো বাতাস উৎসব স্থলের কিছু এলাকা ধ্বংস করে দিয়ে গেছে। সেখানে উপস্থিতি কর্মী ও শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে কনসার্ট এলাকা খালি করার তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে বাধ্য হন আয়োজকরা।’

সেইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য এই উৎসব স্থগিত ঘোষণা করা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি