ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

রাশিয়ার হামলায় খারকিভে নিহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ১৮ আগস্ট ২০২২

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক গভর্নর। এতে আহত হয়েছেন আরও ১৬ জন। 

এ হামলার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেছেন, বুধবার (১৭ আগস্ট) রাতের ওই হামলায় একটি ফ্ল্যাট পুরোপুরি ধ্বংস হয়েছে। তিনি নিন্দা জানিয়ে বলেন, এ হামলার কোনো যৌক্তিকতা নেই এবং এতে আক্রমণকারীদের শক্তিহীনতাই প্রকাশ পায়।

এক টেলিগ্রাম বার্তায় তিনি লেখেন, ‘আমরা এটি ভুলে যাবো না এবং প্রতিশোধ নেবো’।

মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে বলেছেন, রুশ সেনাদের অভিযানের ফলে উত্তর-পূর্ব শহরের ভবনটিতে আগুন লেগে যায়।

জেলেনস্কির গণমাধ্যমের একটি টিম হামলার পরের ফুটেজ শেয়ার করেছে। এতে দেখা যায় যে ভবনের বাইরে জড়ো হওয়া জরুরি সেবা সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

যুদ্ধের প্রথম দিকে খারকিভ রাশিয়ান সেনাদের লক্ষ্যবস্তু ছিল। কিন্তু রুশ সৈন্যরা শহরটি দখল করতে পারেনি। যদিও মস্কোর টার্গেট এখন ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি