ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

ক্যালিফোর্নিয়ায় মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, হতাহতের শঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ১৯ আগস্ট ২০২২

মাঝআকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। দুর্ঘটনায় বেশ কয়েক জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার ওয়াটসনভিল শহরের স্থানীয় বিমানবন্দরে দু'টি ছোট বিমান অবতরণের চেষ্টা করেছিল। সে সময়ই এই দুর্ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ওয়াটসনভিল শহরের স্থানীয় বিমানবন্দরে দু'টি ছোট বিমান অবতরণের চেষ্টা করেছিল। সে সময়ই এই দুর্ঘটনা ঘটে। ওয়াটসনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরের ঘটনা। বিমান ওঠা-নামার জন্য ওই বিমানবন্দরে ‘কন্ট্রোল টাওয়ার’ নেই। দুর্ঘটনার সময় রানওয়েতে যারা ছিলেন, তারা কেউ আহত হননি।

নিউইয়র্ক পোস্ট সূত্রে খবর, দুটি বিমানে মোট তিন জন ছিলেন। দুর্ঘটনায় তাদের কেউ বেচে রয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার সময় মাটি থেকে ২০০ ফুট উচ্চতায় ছিল দুটি বিমান।

দুর্ঘটনা কী ভাবে ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি