ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

পাকিস্তানের কাশ্মীরে ট্রাক খাদে পড়ে ৯ সৈন্যের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০০, ২২ আগস্ট ২০২২ | আপডেট: ০৯:০১, ২২ আগস্ট ২০২২

পাকিস্তান-শাসিত কাশ্মীরে চলন্ত ট্রাক খাদে পড়ে অন্তত নয়জন পাকিস্তানি সৈন্যের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার সৈন্য।

রোববার (২১ আগস্ট) সকালে কাশ্মীরের বাগ জেলার মাং বাজরির দিকে যাবার পথে ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়। এ খবর দিয়েছে রয়টার্স।

জানা গেছে, ট্রাকটি একটি সামরিক কনভয়ের অংশ ছিলো। যা গন্তব্যের প্রায় ১২ কিলোমিটার আগে সুজাবাদের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নিচের খাদে পড়ে যায়।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে এক সামরিক কর্মকর্তা বলেছেন, “ট্রাকে চালকসহ ১৩ জন সৈন্য ছিল এবং তাদের মধ্যে সাতজন ঘটনাস্থলেই মারা যায় এবং বাকিরা আহত হয়।” 

তিনি আরও জানান, পরে আহতদের রাওয়ালাকোটের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় আরও দু’জন সৈন্য মারা যায়।

পাকিস্তানি কাশ্মীরের পাহাড়ি এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। আর এর জন্য বেশিরভাগ সময়ই দায়ী করা হয় সংকীর্ণ রাস্তা ও নগণ্য নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি অসতর্ক গাড়ি চালানোকে।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি