ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

পাকিস্তানে বিমান বিধ্বস্ত হয়ে ২ মেজরসহ ৬ সেনার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ২৬ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

পাকিস্তানের বেলুচিস্তানে সামরিক একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই মেজরসহ ছয় সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলুচিস্তানের হারনাইয়ের খোস্তের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।

এই প্রসঙ্গে সেনাবাহিনীর মিডিয়া বিষয়ক শাখা জানিয়েছে, দুই পাইলট সহ বোর্ডে থাকা ছয়জন কর্মীই নিহত হয়েছেন।  

নিহত কর্মকর্তারা হল- ৩৯ বছর বয়সী মেজর খুররম শাহজাদ (পাইলট), ৩০ বছর বয়সী মেজর মুহাম্মদ মুনিব আফজাল (পাইলট), ৪৪ বছর বয়সী সুবেদার আব্দুল ওয়াহিদ,  ২৭ বছর বয়সী সিপাহী মুহাম্মদ ইমরান, ৩০ বছর বয়সী নায়েক জলিল এবং ৩৫ বছর বয়সী সিপাহী শোয়েব।

এই বিধ্বস্তের কারণ সম্পর্কে আইএসপিআর এখনও বিস্তারিত কিছু জানায়নি। 

এই দুর্ঘটনার এক মাসের কিছু আগে বেলুচিস্তানে অনুরূপ একটি বিমান দুর্ঘটনা ঘটে। সেই বিমানেও ছয়জন আরোহী ছিলেন। তাদের মধ্যে অন্যতম লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলী।

সর্বশেষ দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এই সময় তিনি নিহতদের এবং তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া করেন।
সূত্র: ডন
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি