ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তানে বাসে আগুন: ১৭ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ১৩ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

পাকিস্তানে একটি চলন্ত বাসে আগুন লেগে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন।

সিন্ধু প্রদেশের হায়দরাবাদ ও জামশোরো শহরের সঙ্গে করাচির বন্দর শহরকে সংযোগকারী এম-৯ মোটরওয়েতে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

সংসদীয় স্বাস্থ্যসচিব সিরাজ কাসিম সোমরো সাংবাদিকদের বলেন, “এখন পর্যন্ত দুর্ঘটনায় ১৭ জন যাত্রী মারা গেছেন। ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধারকারী দল চিকিৎসা দিয়েছে।”

জামশোরো জেলা প্রশাসক আসিফ জামিল জানিয়েছেন, ওই বাসটিতে ভ্রমণকারী সবাই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। তারা মোটরওয়ের বাইরে কোথাও স্থানান্তরিত হয়েছিলেন। এদিন তারা বাসে করে দাদু জেলায় বাড়ি ফিরছিলেন।

তারা ব্যক্তিগত পরিবহন ব্যবহার করছিলেন বলে জানান জামিল।

সিন্ধু প্রদেশের সবচেয়ে বেশি বন্যাকবলিত জেলাগুলোর মধ্যে একটি দাদু জেলা।

কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, বাসের পেছনের অংশে আগুন লেগেছে যা পুরো বাসে ছড়িয়ে পড়ে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি