ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউক্রেনে আবারও রুশ হামলা, নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০১, ১৭ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিসের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। 

'কামিকাজে' ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। এতে বিস্ফোরণে শেভচেঙ্কিভস্কি কেঁপে ওঠে। এক সপ্তাহ আগে এই এলাকায় রাশিয়ার হামলায় আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল।

বিবিসির প্রতিবেদনে 'কামিকাজে' ড্রোনকে ইরানের তৈরি বলে উল্লেখ করা হয়েছে। 

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিগাল বলেছেন, তিনটি অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে রাশিয়া। এতে সারাদেশের শত শত শহর ও গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

এদিকে, ইউক্রেনের বিমান বাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, গত রাত থেকে ৩৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এসব ড্রোন দক্ষিণ দিক থেকে উড়ে এসেছিল।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি