ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বাগদাদে বিস্ফোরণে নিহত ১০, আহত ২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ৩০ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ইরাকের রাজধানী বাগদাদে এক ভয়াবহ বিস্ফোরণে ১০ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন। শনিবার বিকেলে পূর্ব বাগদাদের একটি গ্যারেজে এই বিস্ফোরণ ঘটে বলে জানায় দেশটির নিরাপত্তা ও চিকিৎসা সূত্র। 

ইরাকি নিরাপত্তা সূত্র জানায়, পূর্ব বাগদাদের একটি ফুটবল স্টেডিয়াম এবং একটি ক্যাফের কাছে অবস্থিত একটি গ্যারেজে বিস্ফোরণটি ঘটে, যখন একটি গাড়ির সঙ্গে সংযুক্ত একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়। যার ফলে কাছাকাছি থাকা একটি গ্যাস ট্যাঙ্কারে আরেকটি বিস্ফোরণ ঘটে। 

আর এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। সূত্র- রয়টার্স।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি