ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিলেন পুতিন
প্রকাশিত : ০৯:৫৪, ৮ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১১:৫৫, ৮ ডিসেম্বর ২০২২
 
				
					ইউক্রেনে রুশ বিশেষ সামরিক অভিযান দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার রাশিয়ার মানবাধিকার পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে এ কথা বলেন পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে রুশ সেনারা হয়তো দীর্ঘদিন লড়াই করবে। তবে এই পর্যায়ে অতিরিক্ত সেনা সমাবেশের কোনও কারণ দেখছেন না তিনি।
নতুন সেনাদের মধ্যে দেড় লাখ ইউক্রেনে মোতায়েন রয়েছে, এর মধ্যে ৭৭ হাজার যুদ্ধ ইউনিটে ও বাকিরা প্রতিরক্ষায় কাজে নিয়োজিত।
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিয়েও কথা বলেন পুতিন। তিনি বলেন, রাশিয়া বেপরোয়াভাবে এমন কোনো অস্ত্র ব্যবহার করবে না।
পুতিন বলেন, “আমরা পাগল হইনি, পরমাণু অস্ত্র কি সে বিষয়ে আমরা সতর্ক আছি। তবে পারমাণবিক যুদ্ধ বেঁধে যাওয়ার হুমকি দিন দিন বাড়ছে। এই হুমকির বিষয়টি আড়াল করে রাখাটা ভুল হবে।”
তিনি আরও বলেন, !শত্রুর হামলার জবাব হিসেবেই কেবল আমরা পরমাণু অস্ত্র ব্যবহার করবো। আমরা পরমাণু হামলার শিকার হলেই কেবল পাল্টা হামলা চালাব।”
ইউক্রেনে রুশ অভিযান ১০ মাসে গড়িয়েছে। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ করার পর থেকে ১০ থেকে ১৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।
এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া বোমা হামলা অব্যাহত রেখেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, বুধবার দোনেৎস্ক অঞ্চলে রুশ বিমান হামলায় ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এএইচ
আরও পড়ুন
 
				        
				    






























































