ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান আইসিসি`র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ১০ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃঢ়ভাবে বাংলাদেশ সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত- আইসিসি।

স্থানীয় সময় শুক্রবার নেদারল্যান্ডসের হেগে আইসিসি’র ২১তম বার্ষিক সমাবেশের সাইড লাইনে
‘রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা।

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আঞ্চলিক গোষ্ঠীসহ আসিয়ান নেতাদের মিয়ানমারের চলমান পরিস্থিতির দিকে নজর দেয়ার তাগিদ দেন। মানবিক সহায়তার পাশাপাশি রাজনৈতিক সমাধানে সমান গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

এদিকে, বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য বলছে, মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার পথে যাত্রা করে এখন আন্দামান সাগরে ভাসছে ১৬০ রোহিঙ্গা। তাদের উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার তাগিদ দিয়েছে সংস্থাগুলো।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি