ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

বড়দিনে পাকিস্তানে সিরিজ গ্রেনেড হামলা, ছয় সেনা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ২৬ ডিসেম্বর ২০২২

খ্রিস্ট ধর্মাবলম্বীদের উৎসব বড়দিনে পাকিস্তানের বেলুচিস্তানে সেনা টহলের সময় বিস্ফোরণে ৬ জন সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হন ১৫ জন। বেলুচিস্তানের কোহলু জেলার কাহান এলাকায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ফেটে এই দুর্ঘটনা ঘটে।

দ্য ডেইলি ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে আহত হন বেশ কয়েকজন সাধারণ মানুষও।

পাকিস্তানের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, গত শনিবার থেকে জঙ্গি দমন অভিযান চালানো হচ্ছিল। কোহলু জেলার কাহান এলাকায় সেনার টহলের কাছেই এ বিস্ফোরণ ঘটে।

অন্যদিকে, কোয়েটা শহরেও হামলা হয়েছে। শহরের উপনগরী এলাকায় অজ্ঞাতপরিচয় কয়েক ব্যক্তি পুলিশ চৌকি লক্ষ্য করে গ্রেনেড ছোড়েন। এই ঘটনায় তিন পুলিশকর্মীসহ ৮ জন আহত হন। এই হামলার আগে কোয়েটায় গ্রেনেড বিস্ফোরণ ঘটে। সেই হামলায় আরও ৪ জন আহত হয়েছেন।

হামলার নিন্দা করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস বিজেঞ্জো। শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি