ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

যুক্তরাষ্ট্র কংগ্রেসের স্পিকার নির্বাচনে ব্যাপক বিশৃঙ্খলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ৪ জানুয়ারি ২০২৩

তিন দফা ভোটাভুটির পরও যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচনে কোনো ফলাফল আসেনি। ফলে স্থানীয় সময় বুধবার পর্যন্ত নির্বাচন মুলতবি ঘোষণা করা হয়েছে। 

এতে করে রিপাবলিকান দলে সমর্থনের দিক দিয়ে এগিয়ে থাকা প্রার্থী কেভিন ম্যাকার্থি শেষ পর্যন্ত স্পিকার হচ্ছেন কি না তা জানতে অপেক্ষার পালা বাড়ল।

কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার হতে পর্যাপ্ত সমর্থন জোগাড়ে রিপাবলিকান সাংসদ কেভিন ম্যাককার্থি ব্যর্থ হওয়ায় মার্কিন হাউজে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে।  

মঙ্গলবার রাতে স্পীকার ছাড়াই সংসদ মূলতবি ঘোষণা করা হয়েছে। ১৯২৩ সালের পর প্রথম রাউন্ডে জেতার পরও নেতা নির্বাচনে ব্যর্থ হলো তারা। 

স্পিকারের পদে বসতে মঙ্গলবারের ভোটে কেভিন ম্যাককার্থিকে প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ সাংসদের সমর্থন নিশ্চিত করতে হতো। 

যুক্তরাষ্ট্রে নিম্নকক্ষই কংগ্রেসের আলোচ্যসূচি, সময়সূচি এবং গুরুত্বপূর্ণ কমিটিগুলোতে কারা থাকবেন তা নির্ধারণ করে। স্পিকার ঠিক না হওয়া পর্যন্ত নিম্নকক্ষের অন্য সব কাজও আটকে থাকবে, হবে না কংগ্রেসের নতুন সাংসদদের শপথও।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি