ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

বন্যায় যুক্তরাষ্ট্রে ১২ জনের প্রাণহানী, বিদ্যুৎহীন লাখো মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ১০ জানুয়ারি ২০২৩

টানা ঝড়-বৃষ্টিপাতের জেরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্যায় অন্তত ১২ জনের প্রাণহানী হয়েছে। বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে লাখেরও বেশি মানুষ।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় বিশেষ করে রাজ্যের উত্তর ও মধ্যাঞ্চলে সাইক্লোন অব্যাহত থাকবে। সপ্তাহের শেষ দিকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানানো হয়েছে। 

সাইক্লোনের প্রবল দাপটে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ার পাশাপাশি উল্টে গেছে বাস-ট্রাক। পাশাপাশি, অসংখ্য সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি