ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে
প্রকাশিত : ০৮:২৮, ৯ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ০৯:১৫, ৯ ফেব্রুয়ারি ২০২৩
তুরস্ক-সিরিয়া সীমান্তের ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত তুরস্কে ১২ হাজার ৩৯১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। অপরদিকে, সিরিয়ায় উদ্ধার করা মরদেহের সংখ্যা তিন হাজার ছুঁই ছুঁই।
ধ্বংসাবশেষের নিচে এখনও অসংখ্য মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আর বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
বৈরী আবহাওয়া ও উদ্ধার সরঞ্জাম সংকটে আশানুরূপ অগ্রগতি নেই উদ্ধার কাজে। এতে ক্ষোভ প্রকাশ করছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা।
ভূমিকম্পের জেরে দুই দেশের সড়ক ও বিমান যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গত এলাকায় পৌঁছানো যাচ্ছে না প্রয়োজনীয় সহায়তা। এ অবস্থায় উদ্ধার কাজে সময় বেশি লাগায় ধ্বংসস্তূপের নিচে চাপাপড়াদের জীবিত থাকার সম্ভাবনা কমে যাচ্ছে বলে উদ্বেগ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এরইমধ্যে ২৪টির বেশি দেশ উদ্ধারকারী দল পাঠিয়েছে তুরস্ক ও সিরিয়ায়। তবে সংকট সামাল দিতে আরও সাহায্যের প্রয়োজন দেশ দুটির।
এদিকে, ভয়াবহ ভূমিকম্পপরবর্তী উদ্ধার কার্যক্রম ও সাহায্যের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ উদ্ধারকারী দল তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। দলটিতে সেনাবাহিনী থেকে ২৪ জনের একটি মধ্যম উদ্ধারকারী দল, ১০ জনের মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ জন সদস্য রয়েছেন।
এএইচ/ এসএ/
আরও পড়ুন










