ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

চীনের বেলুন কাণ্ড

শি’র সঙ্গে কথা বলবেন বাইডেন, চাইবেন না ক্ষমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

আমেরিকার আকাশে উড়তে থাকা চীনের বেলুন ধ্বংসের বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এ বিষয়ে ক্ষমা চাওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

জো বাইডেন বলেন, “চীনের সঙ্গে স্নায়ুযুদ্ধে জড়াতে চায় না আমেরিকা। বেলুন ধ্বংসের বিষয়টি নিয়ে আমি চীনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলব। তবে এ বিষয়ে ক্ষমা চাওয়া হবে না।”

যুক্তরাষ্ট্রের মানুষের স্বার্থ সুরক্ষা ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন বাইডেন। দেশটির আকাশে ধ্বংস করা উড়ন্ত ‘রহস্যময় বস্তু’ নিয়েও কথা বলেন তিনি। বাইডেন বলেন, ‘আমরা এখনো স্পষ্টভাবে জানি না, সেগুলো আসলে কী ছিল।

তবে ধারণা করা হচ্ছে, তিনটি রহস্যময় বস্তুর সঙ্গে চীনা গোয়েন্দাগিরির সম্পর্ক নেই। এগুলো সম্ভবত বাণিজ্যিক প্রতিষ্ঠানের গবেষণায় সম্পৃক্ত কোনও যান। এ নিয়ে তদন্ত করছেন গোয়েন্দারা।’

তবে বাইডেন সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের আকাশে এখনও যদি দেশের মানুষের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে এমন কোনও বস্তু কিংবা বেলুন উড়ে, তবে সেটাও ভূপাতিত করা হবে। সূত্র: সিএনএন
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি