ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

সিরিয়ায় ভূমিকম্পে ৫.১ বিলিয়ন ডলারের ক্ষতি: বিশ্বব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ৪ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

সিরিয়ায় ফেব্রুয়ারিতে একটি শক্তিশালী ভূমিকম্প এবং আফটারশকের কারণে দেশটির সরাসরি প্রায় ৫.১ বিলিয়ন ডলারের বস্তুগত ক্ষতি হয়েছে। শুক্রবার বিশ্বব্যাংক এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।

গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে। এতে উভয় দেশের অনেক নগরী ধ্বংসস্তুপে পরিণত হয় এবং ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়।

এই প্রাকৃতিক দুর্যোগে লাখো মানুষের বাসস্থানের এবং চিকিৎসা সেবার জন্য জরুরি সাহায্যের প্রয়োজন হয়।

এ ব্যাপারে বিশ্বব্যাংক তাদের সর্বশেষ প্রতিবেদনে বলেছে, ভূমিকম্পে ‘ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হওয়া সম্পদের বর্তমান মূল্য জিডিপি’র প্রায় ১০ শতাংশ বলে ধারণা করা হচ্ছে।’

গত মাসে পৃথক এক মূল্যায়নে বিশ্বব্যাংক জানায়, ভূমিকম্পে তুরস্কে সরাসরি প্রায় ৩৪.২ বিলিয়ন ডলারের ভৌত ক্ষতি হয়েছে।

সূত্র: বাসস
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি