ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

কক্সবাজারে ৪.১০ মাত্রার ভূমিকম্প অনুভূত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

কক্সবাজারে ৪ দশমিক ১০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার বিকেল ৪টা ৩৯ মিনিটের সময়ে এই ভূকম্পন অনুভূত হয়েছে বলে নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারি আবহাওয়াবিদ আব্দুর রহমান।

তিনি বলেন, বিকাল ৪টা ৩৯ মিনিটে মিয়ামারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূকম্পনটির উৎপত্তি হয়েছে। যেটি ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। এর ফলে ৪ দশমিক ১০ মাত্রার কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারে।

সৃষ্ট ভূমিকম্পের কারণে সংশ্লিষ্টদের কাছ থেকে এই পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি