ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাহুল গান্ধীর বাড়িতে পুলিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৭, ১৯ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

ভারতে নারীদের যৌন নিপীড়ন নিয়ে মন্তব্যের জেরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাসভবনে হানা দিয়েছে দিল্লি পুলিশ। রোববার দিল্লি পুলিশের বিশেষ কমিশনারের নেতৃত্বে একাধিক শীর্ষ কর্মকর্তা রাহুলকে জিজ্ঞাসাবাদ করে।

প্রায় ঘণ্টাখানেক বাড়ির বাইরে অপেক্ষা করার পর কংগ্রেস নেতার সাথে কথা বলার সুযোগ পায় পুলিশ।  এ সময় খবর পেয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটসহ কংগ্রেসের শীর্ষ নেতারা রাহুলের বাড়িতে ছুটে যান।

পরে প্রায় ঘণ্টাখানেকেরও বেশি সময় কথা বলার পর রাহুলের বাড়ি ছাড়ে পুলিশ। সম্প্রতি শ্রীনগরে ভারত জোড়ো যাত্রা চলাকালে, নারীরা এখনো পরিবারের সদস্যদের দ্বারা যৌন সহিংসতার শিকার হচ্ছে এবং সম্মানহানীর ভয়ে অভিযোগ করছে না বলে মন্তব্য করেন রাহুল।  

তার  এই কথার পূর্ণাঙ্গ ব্যাখ্যা চেয়ে গত বৃহস্পতিবার একটি আইনি নোটিশ পাঠানো হয়। তবে সেই নোটিশের কোন দেননি রাহুল। পুলিশ জানায়, ঠিক কারা যৌন হয়রানির অভিযোগ করেছেন তাঁদের  বিস্তারিত পরিচয় জানতে চাওয়া হয়েছে রাহিলের কাছে।

এ বিষয়ে জানাতে পুলিশের কাছে সময় চেয়েছেন রাহুল। এদিকে এই ধরণের নোটিসকে দিল্লি পুলিশের হয়রানি বলছেন কংগ্রেস নেতারা।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি