ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ২৮ মার্চ ২০২৩ | আপডেট: ০৮:৫২, ২৮ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলের একটি স্কুলে বন্দুকহামলায় ছয় জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। হামলাকারী একজন নারী। পুলিশের গুলিতে তিনিও নিহত হয়েছেন। 

প্রাণহানীর এ ঘটনায় জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। 

কংগ্রেসের এক জরুরি বৈঠকে জাতীয় পতাকা অর্ধ্বনমিত রাখার আহ্বান জানান প্রেসিডেন্ট বাইডেন। শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

পাশাপাশি, আবারো যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা বন্ধে অস্ত্র আইন জোরদার করার তাগিদ দেন তিনি।

সোমবারের হামলায় হামলাকারীকে প্রথমে কিশোরী বলা হলেও তার বয়স ২৮ বছর বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। 

বন্দুকধারী ওই নারী ন্যাশভিলের হলেও তার নাম জানা যায়নি। গুলির ঘটনার সম্ভাব্য কারণ এবং স্কুলের সঙ্গে ওই নারীর সম্পর্ক বা যোগসূত্রের বিষয়েও কিছু জানা যায়নি। 

রয়টার্স জানায়, ন্যাশভিলের বেসরকারি ওই খ্রিস্টান স্কুলে সকাল ১০টা ১৩ মিনিটে পুলিশ গুলি চালানোর প্রথম খবর পায়। ১৪ মিনিটের মাথায় পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়।

ন্যাশভিল পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানান, হামলাকারী ওই নারীর হাতে অন্তত দুটি সেমি অটোমেটিক রাইফেল ও হ্যান্ডগান ছিল।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি