ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

ইমরান খানের অভিযোগ ‘ভিত্তিহীন’ বললেন পাকিস্তান সেনাবাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৩, ৯ মে ২০২৩ | আপডেট: ১৮:৫৫, ৯ মে ২০২৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সে দেশের একজন উর্দ্ধতন সামরিক গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে তাকে হত্যা করার ষড়যন্ত্রে জড়িত থাকার যে অভিযোগ করেছেন, সেনাবাহিনী ঊষ্মার সঙ্গে তাকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।

লাহোরে সপ্তাহান্তের এক সমাবেশে, ইমরান খান  দাবি করেছেন যে উর্দ্ধতন গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল নাসির গত বছর  তাকে এক হত্যার প্রচেষ্টায় জড়িত ছিলেন এবং ওই হত্যার ষড়যন্ত্রে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও  জড়িত।

সেনাবাহিনীর আন্ত:বাহিনী জনসংযোগ শাখা ইমরান খানের অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে বলেছে, ‘এই বানোয়াট এবং বিদ্বেষপূর্ণ অভিযোগ অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক এবং অগ্রহণযোগ্য।’ খবর এএফপি’র।

এদিকে শেহবাজ শরীফ এ প্রসঙ্গে টুইটারে বলেছেন, জেনারেল ফয়সাল নাসির এবং আমাদের গোয়েন্দা সংস্থার অফিসারদের বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই ইমরান খানের অভিযোগ  মেনে নেওয়া বা সহ্য করা হবে না।

উল্লেখ্য, সামরিক বাহিনী ২০১৮ সালে ইমরান খানের ক্ষমতার উত্থানকে সমর্থন করেছিল। তবে গত বছর তাকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সংসদীয় অনাস্থা ভোটের আগে তারা তার প্রতি সমর্থন প্রত্যাহার করে।

কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি