ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

মস্কোমুখী ৩টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ৫ সেপ্টেম্বর ২০২৩

রাশিয়ার আকাশ প্রতিরক্ষা পদ্ধতি মঙ্গলবার সকালে তিনটি ড্রোন ভ’পাতিত করেছে। এসব ড্রোন মস্কোয় হামলা চালানোরর চেষ্টা করছিল। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এ কথা জানান।

প্রাথমিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন। 

টেলিগ্রামে তিনি আরো বলেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী মস্কোর ওপর হামলার চেষ্টাকারী এসব ড্রোন ধ্বংস করে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর দক্ষিণ পশ্চিমে কালুগা অঞ্চলের উপর দিয়ে উড়তে থাকা একটি ড্রোন এবং দ্বিতীয়টি মস্কোর উত্তর পশ্চিমে ইস্ট্রিনস্কি জেলার উপর দিয়ে যাওয়ার সময়ে ধ্বংস করা হয়।

মস্কোর উত্তর পশ্চিমে টাভার অঞ্চলে তৃতীয় ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

রুশ কর্তৃপক্ষ বলছে, সম্প্রতি মস্কো অঞ্চল লক্ষ্য করে ইউক্রেন ঘন ঘন ড্রোন হামলার চেষ্টা চালাচ্ছে। 

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি