ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

দক্ষিণ কোরিয়ার বিরোধী নেতাকে ছুরিকাঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ২ জানুয়ারি ২০২৪

দক্ষিণ কোরিয়ার বিরোধী দলের নেতা লি জায়ে-মিউং সাংবাদিকদের সাথে কথা বলার সময় হামলার শিকার হয়েছেন। 

মঙ্গলবার বন্দর নগরী বুসানে এ হামলার ঘটেছে বলে জানায় বার্তা সংস্থা ‘ইয়োনহাপ’।

ইয়োনহাপ বলেছে, লির গলায় ছুরিকাঘাত করা হয়েছে এবং দক্ষিণ কোরিয়ার টেলিভিশন চ্যানেলে প্রচারিত ছবিতে লিকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। উপস্থিত লোকজন তার গলায় ছুরিকাঘাতের স্থানে রুমাল চেপে ধরে রাখে।

টিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি ঝাঁপিয়ে পড়ে লিকে একটি বস্তু দিয়ে তার গলায় আঘাত করেছে। উপস্থিত লোকজন তাকে সাহায্য করার জন্য ছুটে এলে লিকে মাটিতে পড়ে যেতে দেখা যায়।

ইয়োনহাপ জানায়, লিকে হাসপাতালে নেওয়ার সময় সচেতন ছিলেন। 

অজ্ঞাতনামা হামলাকারীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ডেমোক্রেটিক পার্টির  প্রধান লি গত বছর প্রেসিডেন্ট পদে রক্ষণশীল ইউন সুক ইওলের কাছে হেরে যান।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি