ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

এবার ইরানে পাল্টা হামলা চালালো পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ১৮ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১২:৫৭, ১৮ জানুয়ারি ২০২৪

ইরানে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। বেলুচিস্তানে ইরানের হামলার ঘটনায় সতর্ক করার একদিন পরেই এই হামলা চালানো হলো।

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ‘মার্গ বার সরমাচার’ নামের এই অভিযান চালানো হয়েছে। ইরানের সিস্তান-ও-বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরের কাছে হামলা চালানো হয়।

এর আগে মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পঞ্জগুর শহরে ইরানি হামলায় দুই শিশু নিহত ও আরও তিনজন আহত হয়। এর ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরানে কথিত ‘সন্ত্রাসী আস্তানাগুলোতে’ পাল্টা হামলা চালালো পাকিস্তান।

এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তান সুনির্দিষ্ট লক্ষ্যে অত্যন্ত সমন্বিত, ধারাবাহিক ও নির্ভুল একটি সামরিক সামরিক অভিযান পরিচালনা করেছে, যার সাংকেতিক নাম ‘মার্গ বার সমাচার’। এ অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে।

এক ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরানের বালুচ ‘জঙ্গিদের’ লক্ষ্যস্থলগুলোতে আঘাত হেনেছে পাকিস্তান।

ইরানি গণমাধ্যমের দাবি, বিমান হামলায় ৪ শিশুসহ ৭ জন নিহত হয়েছে। নিহতদের কেউ ইরানি নন।

ইরানকে ‘ভ্রাতৃত্বপূর্ণ দেশ’ হিসেবে অভিহিত করে বিবৃতিতে আরও বলা হয়, এই পদক্ষেপ সমস্ত হুমকির বিরুদ্ধে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা রক্ষার অদম্য সংকল্পের বহিঃপ্রকাশ। এই হামলার উদ্দেশ্য পাকিস্তানের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের রক্ষা, যার সাথে আপস করা যায় না। ইসলামাবাদ ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সম্মান করে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি