ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

গাজায় ত্রাণবন্দর নির্মাণের মার্কিন প্রস্তাব একটি তামাশা: জাতিসংঘ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ৯ মার্চ ২০২৪

গাজায় ত্রাণ নেয়ার জন্যে অস্থায়ী বন্দর নির্মাণের পরিকল্পনা একটি তামাশাপূর্ণ নাটক এবং এ দিয়ে গণঅনাহার দূর করা সম্ভব হবে না। 

জাতিসংঘের একজন মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ শুক্রবার এ কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এ পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনি অবরুদ্ধ গাজায় আরx ত্রান পাঠানোর সুযোগ দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তিনি ফিলিস্তিনী সংগঠন হামাসের বিরুদ্ধে চালানো ইসরাইলের অভিযানকেও সমর্থন করেন।

কংগ্রেসকে বাইডেন বলেন, একটি জেটি নির্মাণের মাধ্যমে গাজায় আরও মানবিক সহায়তা পাঠানো সম্ভব হবে।

তার এ পরিকল্পনা নাকচ করে দিয়ে জাতিসংঘের খাদ্য বিষয়ক বিশেষ প্রতিবেদক মাইকেল ফাখরি বলেছেন, কেউ নৌ জেটির কথা বলেনি। না ফিলিস্তিনী জনগণ, না মানবাধিকার বিষয়ক ত্রাণ কমিউনিটির কেউ।

তিনি বলেছেন,  কোন জেটি কিংবা আকাশ থেকে ত্রাণ ফেলা বাড়িয়েও ক্ষুধা ও দুর্ভিক্ষ এড়ানো সম্ভব হবে না। ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের এ উদ্যোগকে অযৌক্তিক, নিষ্ঠুর ও তামাশা বলে বর্ণনা করেছেন তিনি।

উল্লেখ্য, গাজায় ইসরাইলের অব্যাহত হামলার কারণে সেখানে দুর্ভিক্ষ অনিবার্য বলে একাধিকবার সতর্ক করেছে জাতিসংঘ।
ফাখরি বলেছেন, এ মুহূর্তে গাজার প্রতিটি লোক ক্ষুধার্ত।

এদিকে গাজায় ইসরাইলের চলমান হামলায় এ পর্যন্ত ৩০ হাজার ৮৭৮ জন নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি