ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪ ফিলিস্তিনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৫, ২০ জুলাই ২০১৮ | আপডেট: ২৩:৫৬, ২০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

গাজায় ইসরায়েলী নিরাপত্তাবাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছেন চার ফিলিস্তিনি। তবে এদের মধ্যে তিনজনই ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি হামাসের। ইসরায়েলের দখলে থাকা ফিলিস্তিনি ভূমি ফিরিয়ে দিতে বিগত মার্চ থেকে চলমান আন্দোলনে ইসরায়েলী বাহিনীর আজকের হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

প্রায় ৭০ বছর আগে নাকবা’র বিতাড়িত অঞ্চল পুনরায় ফিরে পেতে গত মার্চ থেকে আন্দোলন বিক্ষোভ করে আসছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলের সঙ্গে গাজা সীমান্তে হওয়া এই আন্দোলনে প্রায়ই হামলা চালায় ইসরায়েলি।

‘গ্রেট মার্চ ফর রিটার্ন’ নামের বিক্ষোভের অংশ হিসেবে আজ শুক্রবার জুম্মার নামাযের পর বিক্ষোভ প্রদর্শন শুরু করে ফিলিস্তিনিরা। এতে ইসরায়েলি হামলায় মোহাম্মদ বাদওয়ান নামে এক ফিলিস্তিন নাগরিক নিহত হন।

আর বাকি তিনজন ইসরায়েলি বিমান হামলায় নিহত হয় বলে দাবি হামাস ও ফিলিস্তিনি সরকারের। ফিলিস্তিন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র আশরাফ আল কাদির আলজাজিরাকে বলেন, “ইজরায়েলী বাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি শহীদ হন। এদের মধ্যে দুইজন গাজায় আর তৃতীয় জন রাফা’র বিমান হামলায় নিহত হন”।তবে এই তিনজনের নাম পরিচয় জানাননি আশরাফ।

কিন্তু এই হামাস বলছে, নিহত তিন ব্যক্তি তাদের সদস্য ছিল। আর তাদের পরিচয় শাবান আবু খাতের, মোহাম্মদ আবু ফারহানা এবং মোহাম্মদ কেশতা বলে দাবি সংগঠনটির।

এর আগে শুক্রবার সকালেই অবশ্য ফিলিস্তিনে আক্রমণের ইঙ্গিত দিয়েছিলেন ইজরায়েলী প্রতিরক্ষামন্ত্রী এভিগডোর লিবারম্যান। এক বিবৃতিতে তিনি বলেন, ফিলিস্তিন অংশ থেকে যদি ঘুড়ি আর বেলুন ইজরায়েলি অংশে আসা বন্ধ না হয় তাহলে শক্তি প্রয়োগ করতে পারে তেল আবিব।

আগুনে জলমান ঘুড়ি ও বেলুনে ইজরায়েলের বড় একটি অংশে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে দাবি ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর।

সূত্র: আল জাজিরা।

//এস এইচ এস// এসএইচ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি