ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪১, ৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। ঘটনার সময় হেলিকপ্টারে সাত আরোহী ছিলেন। শনিবারের এ ঘটনায় একজন প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া।

জানা যায়, অ্যালটিটিউড এয়ারের হেলিকপ্টারটি মধ্যাঞ্চলীয় গোর্খা জেলা থেকে রাজধানী কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা হওয়ার পর স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। পরে নিউয়াকোট জেলার মাইলুং পাখা গিরিসঙ্কটের বন এলাকায় নিখোঁজ হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া যায়।

এর আগে দুই বছর আগে দেশটির রাজধানী ২২ কিলোমিটার উত্তরে আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত জন নিহত হয়েছিল। উল্লেখ্য, গত ১২ মার্চ সোমবার ৬৭ জন যাত্রী ও চারজন কেবিন ক্রু-সহ ইউএস-বাংলার একটি উড়োজাহাজ ঢাকা থেকে যাত্রা শুরু করে। উড়োজাহাজটি নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে ৫১ জন নিহত হন৷ তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি৷ এ ঘটনায় ২০ জন প্রাণে বেঁচে ফেরেন।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি