ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

ফিলিপাইনে ভূমিধসে ২১ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ২১ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৩০, ২১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ফিলিপাইনে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ২১ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এছাড়া কমপক্ষে ৬৪ জন এখনও নিখোঁজ রয়েছে। দেশটির নাগা শহরের মেয়র ক্রিসটিন ভ্যানেসা চিয়ং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার নাগা শহরের দু`টি প্রত্যন্ত গ্রামে প্রায় ৩০টি বাড়ি-ঘর মাটি চাপা পড়েছে। শহরের পুলিশ প্রধান রোদেরিক গোঞ্জালেস জানিয়েছেন, ভূমিধস আঘাত হানার পর বেশ কয়েকজন তাদের মোবাইল থেকে সাহায্য চেয়ে ক্ষুদেবার্তা পাঠাতে পেরেছেন।

প্রসঙ্গত, গত শনিবারে ফিলিপাইনে টাইফুন মংখুটের আঘাতে এখন পর্যন্ত ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৬০ জন। এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে ভূমিধসের আঘাতে প্রাণহানির ঘটনা ঘটল দেশটিতে।

সূত্র: এবিসি নিউজ

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি