ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

কিম ও ট্রাম্প প্রেমে পড়েছিলেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৩৩, ৩০ সেপ্টেম্বর ২০১৮

আলোচনা-সমালোচনা ও হুমকি ধামকির পর বহুল আয়োজিত সিঙ্গাপুর বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন প্রত্যেকেই প্রত্যেকের প্রেমে মজেছিলেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতির বিষয়টি তুলে ধরতে মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।

শনিবার ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকান দলের সিনেট প্রার্থী প্যাট্রিক মরিসের এক সমাবেশে ব্ক্তব্য দেওয়াকালে ট্রাম্প বলেন, আমি এবং কিম দু`জনেই আসলে কঠোর অবস্থানে ছিলাম এবং আমরা সে অবস্থান থেকে সরে গেলাম। এরপর আমরা প্রেমে পড়লাম। না, সত্যিই তিনি আমাকে চমৎকার চিঠি লিখেছিলেন। সেসব চিঠি ছিল অত্যন্ত সুন্দর; এরপরই আমরা প্রেমে পড়লাম।

উল্লেখ্য, গত জুনে সিঙ্গাপুর মিলিত হন এ দুই নেতা। বৈঠকের পূর্বে কিমকে ব্যঙ্গ করে `লিটল রকেট ম্যান` বলেও আখ্যা দিয়েছিলেন মার্কিন এ প্রেসিডেন্ট। তবে বৈঠকের পরই মার্কিন এই প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করে বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন তিনি।

সূত্র: বিবিসি

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি