ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

সংসার ভাঙার জন্য দায়ী হয়ে রইল গুগল ম্যাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ১৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ভিড় এড়িয়ে ফাঁকা রাস্তা খুঁজে বের করতে কিংবা অচেনা পথ চিনে নিতে গুগল ম্যাপের জুড়ি মেলা ভার। এক কথায় গুগল ম্যাপে উপকৃত হন স্মার্টফোন ইউজাররাই। কিন্তু এই ম্যাপের কারণেই চূড়ান্ত বিপাকে পড়তে হল এক নারীকে। এই অ্যাপের চক্করে বিবাহ বিচ্ছেদই হয়ে গেল তার।

এই নেভিগেশন অ্যাপ ব্যবহার করেই এক ব্যক্তি নিজের স্ত্রীকে পরকীয়া করার সময় হাতে-নাতে পাকড়াও করলেন। তাহলে একটু খোলসে করে বলা যাক। ঘটনা পেরুর। এক ব্যক্তি গুগল ম্যাপে সার্চ করছিলেন কিভাবে লিমার একটি জনপ্রিয় ব্রিজে কম সময়ে পৌঁছে যাওয়া যায়। ম্যাপে তার সামনে ভেসে ওঠে বেশ কয়েকটি রাস্তা। শুধু তো রুট নয়, এই ম্যাপে সে সব পথঘাটের নানা ছবিও দেখে নেওয়া যায়। রাস্তা খুঁজতে গিয়ে তেমনই একটি ছবিতে গিয়ে চোখ আটকে যায় ব্যক্তির। ছবিতে এক ব্যক্তিকে নীল জিনস এবং সাদা টি-শার্ট পরে রাস্তার ধারের একটি বেঞ্চে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। তবে সে একা নয়। সাদা-কালো পোশাক পরা এক নারীর কোলে মাথা রেখে শুয়েছিল সে।

ছবিটি দেখেই ব্যক্তি চিনে ফেলেন ছবির নারীকে। জুম ইন করে দেখেন সেই নারী আর কেউ নন, তারই স্ত্রী। স্ত্রীর পরকীয়ার কথা জানতে পেরেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেন ব্যক্তি। আর এভাবেই সংসার ভাঙার জন্য দায়ী হয়ে রইল গুগল ম্যাপ। বিচ্ছেদের পর নিজেই স্ত্রীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই ব্যক্তি। তাই সাবধান! পরকীয়ায় আসক্ত হলে নিজেকে অন্তত গুগল ম্যাপ থেকে দূরে রাখুন।

সূত্র: সংবাদ প্রতিদিন

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি