ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

বিস্ফোরক পাঠানো হচ্ছিল ওবামা ও হিলারির বাড়িতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫১, ২৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:১৪, ২৫ অক্টোবর ২০১৮

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাড়ির ঠিকানায় পাঠানো সন্দেহজনক বিস্ফোরকের প্যাকেট জব্দ করা হয়েছে। এফবিআই জানায়, নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে হিলারি ক্লিনটনের বাড়ির ঠিকানায় একটি সন্দেহজনক প্যাকেট পাঠানো হয় ২৩ অক্টোবর। তাদের জয়েন্ট টেরোরিজম টাস্ক ফোর্স ঘটনার তদন্ত করছে।
হোয়াইট হাউসে একটি বিস্ফোরকের প্যাকেট পাঠানোর কথা শোনা গেলেও সিক্রেট সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন, তারা দু’টি প্যাকেট জব্দ করেছে। হোয়াইট হাউসে কোনো প্যাকেট পাঠানো হয়নি।

গতকাল বুধবার সকালে ওয়াশিংটন ডিসিতে সিক্রেট সার্ভিসের লোকেরা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ওয়াশিংটনের বাড়ির ঠিকানায় পাঠানো সন্দেহজনক একটি প্যাকেট জব্দ করেন। আর মঙ্গলবার হিলারির নিউ ইয়র্কের বাড়ির ঠিকানায় বিস্ফোরক পাঠানো হয়। ডাকযোগে আসা চিঠির নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় এই প্যাকেটগুলো বিস্ফোরক হতে পারে বলে সন্দেহ করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। ওবামা বা হিলারি ক্লিনটন কেউই পার্সেলগুলো গ্রহণ করেননি বা তাদের কোনো বিপদ হবার ঝুঁকি তৈরি হয়নি। এ ব্যাপারে এখন পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
নিউ ইয়র্কের টাইম ওয়ার্নার ভবনেও এরকম একটি বিস্ফোরক পাওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় সিএনএনের বার্তা কক্ষ থেকে সবাইকে বের করে দেওয়া হয় বলে জানান মিডিয়ার প্রেসিডেন্ট জেফ জাকার। তিনি জানান, ডাককক্ষে একটি বিস্ফোরকের প্যাকেট পাওয়া যায়। সিএনএনের অন্যান্য অফিস কক্ষেও এই ধরনের বিস্ফোরক আছে কিনা তা জানতে অনুসন্ধান চলছে বলে প্রেসিডেন্ট জেফ জাকার জানান। এর দু’দিন আগেই নিউইয়র্কে সমাজসেবী এবং অর্থলগ্নিকারক জর্জ সরোসের বাড়িতে একটি বোমা পাঠানোর ঘটনা ঘটে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স বলেছেন, আমরা এই ধরনের কর্মকান্ডের নিন্দা জানাই। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সিক্রেট সার্ভিস এবং অন্যান্য তদন্ত সংস্থা ঘটনার তদন্ত করছে।

সূত্র : বিবিসি

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি