ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

খাশোগি হত্যা

সৌদি রাষ্ট্রদূতকে তলব করল নরওয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৪, ৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সৌদি রাজতন্ত্রবিরোধী সাংবাদিক জামাল খাশোগি হত্যার  ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে তলব করেছে নরওয়ে সরকার। শুক্রবার নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী আইনে এরিকসেন এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জামাল খাশোগির হত্যাকাণ্ডের ঘটনা জানার পর থেকেই আমরা কয়েকবার সৌদি রাষ্ট্রদূতের কাছে বিষয়টি তুলেছি এবং আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি।’

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এলে আমরা বিষয়টি আবার তার কাছে তুলে ধরে বলেছি- ইস্যুটি আমরা কতটা গুরুত্বের সঙ্গে নিয়েছি।

তবে নরওয়ের এসব কথার জবাবে সৌদি রাষ্ট্রদূত কী বলেছেন তা জানান নি আইনে এরিকসেন।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে খ্যাতনামা সাংবাদিক খাশোগিকে হত্যা করে সৌদি ঘাতক টিম। গত বছর যুবরাজ মুহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্ষমতার কেন্দ্রে আসার পর থেকে রোষানলে পড়েন ৫৯ বছর বয়সী খাশোগি।

পরে তিনি দেশ ছেড়ে স্বেচ্ছা নির্বাসনে আমেরিকা চলে যান। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এ যুবরাজের কর্মকাণ্ডের সমালোচনা করে একের পর এক কলাম লিখেছিলেন খাশোগি। অভিযোগ রয়েছে, যুবরাজের নির্দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ হত্যা সংঘটিত হয়েছে।

তথ্যসূত্র : পার্সটুডে

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি