ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

ভারতে পরমাণু হামলার হুমকি দিল পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ১৪ নভেম্বর ২০১৮

কাশ্মীর ইস্যুতে ভারতে পরমাণু হামলার হুমকি দিলেন আজাদ জম্মু এবং কাশ্মীরের (AJK) প্রেসিডেন্ট, সর্দার মাসুদ খান৷ মঙ্গলবার কাশ্মীর ইস্যুতে এক বিবৃতিতে তিনি এ হুমকি দেন।

সর্দার মাসুদ খান বলেন,  কাশ্মীর নিয়ে ভারতের একগুঁয়েমি আরও একটি পরমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তিনি জানান, কাশ্মীর ইস্যুতে কোনও সম্ভাব্য সামরিক সমাধান নেই এবং ভারত, পাকিস্তানের সঙ্গে কোনও শান্তিপূর্ণ আলোচনারও উদ্যোগ নিচ্ছে না৷

মুজফ্ফরাবাদে ৪৮তম পাকিস্তান নেভি স্টাফ কোর্সে অংশগ্রহণকারীদের প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় খান এ কথা বলেন।

তিনি বলেন, কাশ্মীর নিয়ে পাকিস্তান সর্বদাই শান্তিপূর্ণ আলোচনা করতে চেয়েছে কিন্তু ভারত কাশ্মীরবাসীদের দমিয়ে রেখে সামরিক উপায়েই সমস্যার সমাধান করতে চেয়েছে৷

তার মতে, এই সমস্যা সমাধানের জন্য ইউনাইটেড ন্যাশনস সিকিউরিটি জেনারেল-এর এগিয়ে এসে বিশেষ প্রতিনিধি নিয়োগ করা প্রয়োজন৷ দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ ঘটে যাওয়ার আগেই তৃতীয় পক্ষের হস্তক্ষেপে তার সমাধান হওয়া উচিত বলে মনে করেন তিনি।

তথ্যসূত্র : কলকাতা২৪×৭

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি