ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খাশোগি হত্যায় যুবরাজ জড়িত

তথ্যপ্রমাণ উদঘাটন করতে চায় না ট্রাম্প প্রশাসন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সৌদির রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের নির্দেশেই হত্যা করা হয়েছে বলে মতামত দিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সিনেটররা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক গিনা হাসপেলের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা।

তারা জানান, জামাল খাশোগি হত্যায় সৌদি যুবজার মোহাম্মদ বিন সালমানের যুক্ত থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

সিনেটর বব মেন্ডেজ বলেন, ‘আমি এ বিষয়ে আগে যে মতামত দিয়েছিলাম তা আরও ঘনীভূত হচ্ছে। খাশোগি হত্যায় সৌদি যুবরাজের সম্পৃক্ত না থাকার কোনো সুযোগ নেই।’

এর আগে ডেমোক্র্যাট দলের শীর্ষ এই নেতা খাশোগি হত্যার প্রতিবাদে ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে সব ধরনের সহযোগিতা বন্ধের জন্য আহ্বান জানিয়েছিলেন।

সিনেটর লিন্ডসে গ্রাহাম সাংবাদিকদের বলেন, ‘এই হত্যার নির্দেশনা সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের কাছ থেকে আসেনি মনে করলে, আপনাকে ইচ্ছাকৃতভাবে অন্ধ হয়ে থাকতে হবে। এই নির্দেশনা তার কাছ থেকেই এসেছে, এতে কোনো সন্দেহ নেই।’

রিপাবলিকান এই সিনিটের আরও বলেন, ‘এখন মনে হচ্ছে এই হত্যায় সৌদি যুবরাজের জড়িত থাকার বিষয়ে তথ্যপ্রমাণ উদঘাটন করতে চায় না ট্রাম্প প্রশাসন।’

আরেক রিপাবলিকান সিনেটর বব করকার বলেন, ‘সৌদি যুবরাজের নির্দেশ ছাড়া এই হত্যাকাণ্ড হতে পারে না।’

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে প্রবেশের পর নিখোঁজ হন সাংবাদিক জামাল খাশোগি। নিখোঁজের পর সৌদি আরব বিষয়টি অস্বীকার করে আসছিল। পরে আন্তর্জাতিক চাপের মুখে খাশোগি হত্যার বিষয়টি স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। তবে হত্যার সঙ্গে সৌদি যুবরাজের সম্পৃক্ত থাকার বিষয়টি অস্বীকার করে আসছেন তারা। 

তথ্যসূত্র: আল জাজিরা 

এমএইচ/  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি