ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

সিরিয়ায় ফের আক্রমণ হলে ইসরাইলে হামলা চালাব: হিজবুল্লাহ

প্রকাশিত : ১৩:০২, ২৭ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৩:১৫, ২৭ জানুয়ারি ২০১৯

নিরাপত্তা চৌকিতে প্রহরায় রয়েছেন এক হিজবুল্লাহ সেনা(ফাইল ছবি)

নিরাপত্তা চৌকিতে প্রহরায় রয়েছেন এক হিজবুল্লাহ সেনা(ফাইল ছবি)

Ekushey Television Ltd.

সিরিয়ার ওপর আবার হামলা হলে ইসরাইলে হামলা চালিয়ে তার প্রতিশোধ নেওয়া হবে। এ হুঁশিয়ারি উচ্চারণ  করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।  

লেবাননের আরবি চ্যানেল আল-মায়াদিনকে দেওয়া  সাক্ষাৎকারে সাইয়্যেদ নাসরুল্লাহ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের সর্বশেষ হামলার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, সিরিয়ায় শেষবার যা ঘটেছে তা বিপজ্জনক।

হিজবুল্লাহ তার মিত্রদের নিয়ে সিরিয়ায় ইসরাইলি আগ্রাসনের নানামুখী জবাব দিতে পারে বলেও জানান তিনি।

তিনি এ সময় ইসরাইল বিরোধী জোটের সক্ষমতাকে খাটো করে না দেখার জন্য তেল আবিবের প্রতি পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, এ জোট ইসরাইলি আগ্রাসনের সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা রাখে।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি