ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে কাপড়ের গুদামে আগুন, ঘুমন্ত ৫ শ্রমিক নিহত

প্রকাশিত : ১২:৫১, ৯ মে ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের পুনে শহরের কাছে একটি কাপড়ের গুদামে লাগা আগুনে শ্বাসরোধ হয়ে ঘুমন্ত পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার ভোরে পুনের কাছে একটি গ্রামে এ ঘটনা ঘটে।

পুনে পুলিশের (রুরাল) এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, উরুলি দেভাচি গ্রামের ওই কাপড়ের গুদামটিতে ভোর ৫টার দিকে আগুন লাগে, সেখানে কাজ করা শ্রমিকরা তখন গুদামটির একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাদের পাঁচজন শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

পরে দমকলবাহিনীর ৪টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি