ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

মোদির মন্ত্রিসভায় ঠায় পাচ্ছেন কারা?

প্রকাশিত : ১৯:৫৩, ৩০ মে ২০১৯

দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে শপথ অনুষ্ঠান। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদসহ বিশ্বনেতারা। নতুন মন্ত্রিসভায় আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ। পশ্চিমবঙ্গের বুবুল সুপ্রিয়সহ বেশ ক’জন ঠাই পাচ্ছেন মোদীর মন্ত্রিসভায়।

বিশ্বের সবচে বড় গণতান্ত্রিক দেশ- ভারতের নতুন সরকার প্রধান নরেন্দ্র মোদি। টানা দ্বিতীয়বারের মতো ১শ’ কোটি মানুষের অভিভাবকের দায়িত্বে ভারতীয় জনতা পার্টি-বিজেপির এই নেতা। রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলে প্রধানমন্ত্রী হিসেবে শপথের আনুষ্ঠানিকতা। যোগ দিয়েছেন ৬ হাজারেরও বেশি মানুষ।

বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদসহ বিমসটেকের প্রায় সব নেতাই হাজির হয়েছেন। তবে আমন্ত্রণ পাননি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আনুষ্ঠানিকতার আগে সকালে শুরু হয় শ্রদ্ধা নিবেদনের পালা। মহাত্মা গান্ধী, ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল ও অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন মোদী।

নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন তা নিয়ে চলছে নানা জল্পনা। দফায় দফায় দলীয় সভাপতি অমিত শাহসহ অন্য নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন নরেন্দ্র মোদি। শপথের দু’ঘণ্টা আগেও নিজ বাড়িতে আমন্ত্রণ জানান দলীয় নেতাদের।

সংবাদ মাধ্যমগুলো বলছে, যারাই অমিত শাহের ফোন পেয়েছেন তারাই যাচ্ছেন মোদির মন্ত্রিসভায়। থাকছে বিজেপি সভাপতি অমিত শাহ। রাহুল গান্ধীকে হারানোয় স্মৃতি ইরানীও বড় মন্ত্রণালয় পাবেন বলেই ধারণা। পশ্চিমবঙ্গ থেকে ডাক পেয়েছেন গায়ক বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী। এছাড়া থাকতে পারে কিছু নতুন মুখ।

আগের মন্ত্রিসভার সুষমা স্বরাজ, রাজনাথ সিং, নিতিন গড়কড়ি, নির্মলা সিতারমনসহ অনেকেই বহাল থাকবেন বলে জানা গেছে। মন্ত্রিত্ব না চাইলেও আমন্ত্রণ জানানো হয়েছে সাবেক অর্থমন্ত্রী অরুন জেটলিকে।

একাদশ লোকসভা নির্বাচনে মোদির নেতৃত্বাধীন বিজেপি জোট সাড়ে ৩শ’রও বেশি আসনে জয়ী হয়।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি