ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

নেপালে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ১৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

হিমালয় কন্যা খ্যাত নেপালে গেল সপ্তাহে শুরু হওয়া ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। সোমবার পুলিশের মুখপাত্র রমেশ থাপারের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। 

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার শুরু হওয়া এ বন্যায় এখন পর্যন্ত ৪৩ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছে কমপক্ষে ৩০ জন। 

দেশটির প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সৃষ্ট এ বন্যায় শুধু শুক্রবারই ১৫ জনের মৃত্যু হয়েছে। রাজধানী কাঠমান্ডুসহ ললিতপুর, কাভরি, কোটাঙ, ভোজপুর ও মাকানপুরের মত অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

হিমালয়ের দেশটিতে ৭৭টি জেলা রয়েছে। এর মধ্যে অন্তত ২০টি জেলার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির কর্মকর্তা। 
পাশাপাশি বন্যাকবলিত এলাকাগুলোর সাধারণ মানুষদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে নিরাপত্তা কর্মকর্তারা। খোদ রাজধানী কাঠমান্ডুর অনেক জায়গা তলিয়ে গেছে। অচল হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। 

এদিকে নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নেপালে লাখ লাখ মানুষ পানিবান্দি। এর ফলে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে আশঙ্কাজনকহারে। বন্যা ও ভূমিধসের কারণে দেশটিতে যে অচলবস্থা তৈরি হয়েছে, তাতে আন্তর্জাতিক সহায়তা চান তারা।  

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও, সবাইকে সচেতন থাকতে হবে।

উল্লেখ, হিমালয়ের এ দেশটিতে প্রতিবছর জুন-সেপ্টেম্বর বন্যার কবলে পড়ে ও ভূমিধসে শত শত মানুষ প্রাণ হারায়। 
আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি