ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

গরু দিয়ে হামলা করবে আইএস, চিন্তিত মার্কিন প্রশাসন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৯, ৬ সেপ্টেম্বর ২০১৯

জঙ্গি সংগঠন আইএস এবার আত্মঘাতী হামলার জন্য বোমারু হিসেবে গরুকে কাজে লাগানোর নতুন কৌশল নিয়েছে। আইএসের এমন অদ্ভুত কাণ্ডে মার্কিন প্রশাসনের কর্তারা চিন্তিত বলেও জানা গেছে।

জানা গেছে, দীর্ঘদিনের লড়াইয়ে দুর্বল হয়ে পড়ায় এবং সদস্যসংখ্যা কমে যাওয়াতে এ কৌশল নেয় জঙ্গিগোষ্ঠীটি।

এ বিষয়ে ইরাকের দিয়ালা প্রদেশের পুলিশ কমান্ডারের মুখপাত্র কর্নেল গালিব আল-আতিয়া জানান, বুধবার আল ইসলাহ’র অধিবাসীরা বিস্ফোরক বেল্ট বাঁধা দুটো গরুকে গ্রামের উত্তর পাশে ঘুরতে দেখেছেন।

তিনি বলেন, গরু দুটো গ্রামের উপকণ্ঠে ঘেরাঘুরি করতে করতে বাড়িঘরের কাছে যাওয়ামাত্র রিমোট দিয়ে বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয়। এতে গরুগুলো মারা যাওয়ার পাশাপাশি আশেপাশের বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়। যদিও এতে মানুষ হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ইরাকের লোকজন সনে করছেন, বোমা হামলার জন্য গরুর মত প্রাণী ব্যবহার করাকে খুবই অদ্ভুত ব্যাপার।
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি