ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

নাইজেরিয়ায় ডিভাইস বিস্ফোরণে নিহত ৭ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৬, ২৭ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৬:১৭, ২৭ সেপ্টেম্বর ২০১৯

নাইজেরিয়ার একটি মহাসড়কে আগে থেকে রাখা ডিভাইসের উপর দিয়ে প্রাইভেট কার যাওয়ার সময় ডিভাইসটির বিস্ফোরণে ৭ জন নাইজেরিয়ান নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) উত্তর-পূর্বাঞ্চলের ওই মহাসড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে। দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে গাড়িটি উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের প্রত্যন্ত শহর বোরনোর নিকটে আসলে গাড়ির চাকার সঙ্গে ধাক্কা লাগাার সঙ্গে সঙ্গে ডিভাইসটির বিস্ফোরণ ঘটে। এতে ওই গাড়ীতে থাকা সবাই মারা যান। 

গণমাধ্যমের সঙ্গে কথা বলতে নিষেধাজ্ঞা থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, গাড়ীটি বিস্ফোরণ হলে কালো রংয়ের গাড়ীটির সকল যাত্রী মারা যান। নিহতদের লাশ ওই রাতেই সরিয়ে নেয়া হয়েছে। 

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামকে প্রাথমিকভাবে দায়ী করেছে দেশটির প্রশাসন।

সূত্রঃ দ্য আনাদোলু  
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি