ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

চীনের জাতীয় দিবসে রক্তাক্ত হংকং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২২, ২ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৪:৩৭, ২ অক্টোবর ২০১৯

গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসব আয়োজনে যখন বেইজিংয়ের তিয়েন আনমেন চত্বর মুখর, সে সময় প্রতিবাদে উত্তাল হংকং। বিক্ষোভে পুলিশের গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার চীনে কমিউনিস্ট পার্টির শাসনের ৭০ বছর পূর্ণ হয়। বিশেষভাবে দিনটি পালন করে বেইজিং। উৎসব আয়োজনে পালিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী।

কিন্তু চীনের জাতীয় উদযাপনের দিনটিকে শোক দিবস হিসেবে পালন করেন হংকং-এর বাসিন্দারা। এদিন, চীন বিরোধী আন্দোলন অন্যান্য দিনের চেয়ে বেশি সহিংস হয়ে ওঠে।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে প্রথমে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। পরে গুলি চালায়। টানা চার মাসের আন্দোলনে এই প্রথমবারের মতো তাজা গুলি চালানো হয়েছে। আহত হন বেশ কয়েকজন।

তবে পুলিশ বলছে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ব্যবহার করা হয়।

এদিকে, বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। গেল জুন থেকে হংকং এ কথিত অপরাধী প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু হয়।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি