ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪১, ৯ অক্টোবর ২০১৯ | আপডেট: ২১:৪২, ৯ অক্টোবর ২০১৯

তুরস্কের সেনাবাহিনী সিরিয়ায় সামরিক অভিযান শুরু করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, সেনাবাহিনী উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তে কুর্দি গেরিলা গোষ্ঠী বা ওয়াইপিজির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে।

আজ বুধবার প্রেসিডেন্ট এক টুইট বার্তায় বলেন, আমরা সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করবো এবং স্থানীয় লোকজনকে সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করবো।

তিনি তার টুইটার বার্তায় বলেন, পিস স্প্রিং অভিযান সন্ত্রাসীদের হুমকি থেকে তুরস্ককে মুক্ত করবে এবং এ অভিযান একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে সব শরণার্থীকে তাদের ঘরে ফিরতে সহায়তা করবে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আল হাসাকা প্রদেশের রাস আল আইন শহরে কুর্দি গেরিলাদের ওপর বিমান হামলা চালিয়েছে। 

এছাড়া সিরিয়ার সরকার বিরোধী কথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ জানিয়েছে যে তুর্কি জঙ্গিবিমান তাদের শহরে বোমা বর্ষণ করছে এবং এতে মানুষ ভয়ানকভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি