ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

ভয়াবহ দাবানলে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭, ২৮ অক্টোবর ২০১৯ | আপডেট: ০৯:৩১, ২৮ অক্টোবর ২০১৯

ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কিনক্যাড স্টেটের দাবানল। এরইমধ্যে পুড়েছে ১৬ হাজার একর জমি। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসোম। 

শুষ্ক বাতাসে ঘণ্টায় ১১২ কিলোমিটার এলাকা পুড়িয়ে অঙ্গরাজ্যটির দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছে আগুনের লেলিহান শিখা। বাতাসের বেগ আরও বাড়ার আশঙ্কা করছে মার্কিন আবহাওয়া দফতর।

অগ্নিকাণ্ডের আশঙ্কায় ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে বহু মানুষকে।

দুর্ঘটনা এড়াতে অঙ্গরাজ্যের বহু এলাকায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দিনরাত কাজ করে যাচ্ছেন দমকল বিভাগের কর্মীরা। ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগ টুইটবার্তায় জানিয়েছে, রাজ্যে আগুনের পরিস্থিতি জটিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। গেল ২৫ বছরের মধ্যে এটি সবচেয়ে বড় দাবানল, এমনটা বলছে দমকল বিভাগ। 

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি