ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

আজও উত্তাল উত্তরপ্রদেশ, বিক্ষোভ-সংঘর্ষে নিহত বেড়ে ১১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ২১ ডিসেম্বর ২০১৯

বিক্ষোভকারীদের হঠিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। ছবি: এএফপি

বিক্ষোভকারীদের হঠিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। ছবি: এএফপি

Ekushey Television Ltd.

ভারতে নাগরিকত্ব সংশোধন বিল (ক্যাব) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বিরোধী বিক্ষোভকে ঘিরে আজ শনিবারও উত্তাল উত্তরপ্রদেশ। থমথমে দেশটির রাজধানী দিল্লি। উত্তরপ্রদেশে বৃহস্পতিবার থেকে টানা দুই দিনের বিক্ষোভ অশান্তিতে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে ৮ বছরের এক কিশোরও রয়েছে। শুধুমাত্র প্রয়াগরাজেই ১৫০ জনকে আটক করেছে পুলিশ। গাজিয়াবাদে আটক ৬৫ জন। খবর আনন্দবাজার পত্রিকা’র।

সকাল থেকেই উত্তরপ্রদেশের রামপুরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষুদ্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে রাজ্য পুলিশ। গতরাত থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। 

উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে খবর, শুক্রবার বিভিন্ন জেলায় জনতা-পুলিশ সংঘর্ষে শুধুমাত্র মেরঠেই নিহত হয়েছেন ৪ জন। ঐ সংঘর্ষের মধ্যে পায়েপিষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়। জেলায় জেলায় সংঘর্ষে আহত হয়েছেন বহু মানুষ। অন্তত ৬ পুলিশ সদস্যের গায়ে গুলি লেগে তারা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে দাবি করছে পুলিশ। এমন পরিস্থিতিতেই জনতাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পুলি বলে দাবি করছেন রাজ্য পুলিশের উ-মহাপরিদর্শক ওপি সিংহ। 

বিক্ষোভের মধ্যে গুলি চালায় উত্তরপ্রদেশ পুলিশ। ছবি: এএফপি

উত্তরপ্রদেশের জেলার জেলায় সংঘর্ষের পর রাত থেকেই লখনউ, বিজনৌর, মেরঠ, ফিরোজাবাদ, কানপুর, সম্বল, মোরাদাবাদ, আলিগড়, বরেলী, ইলাহাবাদসহ রাজ্যের বিভিন্ন জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। রাজ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে এ দিন রাজ্যপালের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

দিল্লিতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গভীর রাতে ভীম আর্মির প্রধান আজাদকে গ্রেফতারের পাশাপাশি আটকদের মধ্যে ৮ কিশোরকে গ্রেফতার করার বিক্ষোভের মুখে পড়েছে দরিয়াগঞ্জ থানা পুলিশ। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি