ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

জ্বলছে উত্তরপ্রদেশ: পুলিশের গুলিতে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ২০ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৯:৩৮, ২০ ডিসেম্বর ২০১৯

নাগরিকত্ব সংশোধন বিলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তরপ্রদেশ পুলিশের গুলিতে নিহত এক: ছবি-সংগৃহীত

নাগরিকত্ব সংশোধন বিলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তরপ্রদেশ পুলিশের গুলিতে নিহত এক: ছবি-সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে ফের পুলিশের গুলিতে এক জন নিহত হয়েছেন। সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে শুক্রবার ফের বিক্ষোভের আগুন জ্বলে ওঠে রাজ্যের একাধিক জায়গায়। ফিরোজাবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ গুলি ছোঁড়ে। খবর আনন্দবাজার পত্রিকা’র। 

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুক্রবার সকালেও বুলন্দশহর, গোরক্ষপুরসহ একাধিক জায়গায় পথে নামেন বিক্ষোভকারীরা। সেই সঙ্গে ব্যাপক ভাঙচুরও চলে। আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক গাড়িতে। পরিস্থিতি সামাল দিতে গেলে রাজ্য পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের।

বুলন্দশহরের জেলা প্রশাসক (জেলা শাসক) রবীন্দ্র কুমার বলেন, ‘পরবর্তি নিদের্শ না দেওয়া পর্যন্ত মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।’

গতকাল বৃহস্পতিবার দফায় দফায় সংঘর্ষের পর রাজ্যের সর্বত্র ১৪৪ ধারা জারি করেছে যোগী আদিত্যনাথের সরকার। সেই পরিস্থিতিতেই এ দিন সকালে বুলন্দশহরে নতুন করে বিক্ষোভ শুরু হয়। সেখানে আন্দোলনকারীরা ব্যাপক ভাঙচুর চালান বলে অভিযোগ করে রাজ্য প্রশাসন। বেশ কয়েকটি গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গেই সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের। পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে বিক্ষোভ রোখার চেষ্টা করে পুলিশ।

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বৃহস্পতিবারও দফায় দফায় সংঘর্ষ হয় উত্তরপ্রদেশ। পুলিশের গুলিতে এক জন প্রাণও হারান সেখানে। তারপরই রাজ্য জুড়ে ১৪৪ ধারা জারি হয়। সেই সময় বিক্ষোভকারীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরকারি সম্পত্তি নষ্ট করলে বিক্ষোভকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলামে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি