ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ট্রাম্পের অভিশংসন পরিপত্র সিনেটে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ১৬ জানুয়ারি ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিসংশন পরিপত্র এখন কংগ্রেসের উচ্চকক্ষ-সিনেটে। মঙ্গলবার থেকে সিনেটে শুরু হচ্ছে অভিযোগ ও অপসারণ বিষয়ক শুনানি।

প্রতিনিধি পরিষদে ভোটাভুটিতে পাস হওয়ার পরই এ পরিপত্র সিনেটে পাঠানোর সিদ্ধান্ত হয়। ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ২২৮ ভোট ও বিপক্ষে ১৯৩ ভোট পড়ে।

এ নিয়ে সংবাদ সম্মেলনে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে ইতিহাস সৃষ্টি করলেন তারা।

পরে সিনেটে সংখ্যাগরিষ্ঠদের নেতা ম্যাককনেল জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে পরিপত্রটি দেখবেন তারা।

ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগে গেল বছরের ডিসেম্বরে ট্রাম্পকে অভিশংসন করে কংগ্রেসের নিম্নকক্ষ।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি