ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

দিল্লির বিধান সভা নির্বাচনে কেজরিওয়ালের জয়ের আভাস  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৩, ৮ ফেব্রুয়ারি ২০২০

বিধান সভা নির্বাচনে মহারাষ্ট্র, ঝাড়খন্ডের পর এবার রাজধানী দিল্লিতেও কপাল পুড়তে বসেছে মোদির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপিরা। বুথ ফেরত সমীক্ষায় ফের জয়ের বার্তা দিচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। 

আনন্দবাজারের দেয়া তথ্য অনুযায়ী,  দিল্লির ভোটগ্রহণ পর্ব শেষ হতে বিভিন্ন মাধ্যমে বুথ-ফেরত যে সমীক্ষা দেখানো হচ্ছে, তার সবকটিতেই বিজেপির চেয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। গত বারের মতো এবারেও প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে কংগ্রেস।

তবে এই ধরনের সমীক্ষা কখনই শেষ কথা বলে না। বহু সময়ে বাস্তব ফল যে সমীক্ষার সঙ্গে মেলে না, তা-ও প্রমাণিত। তবু, সাধারণ প্রবণতা হিসেবে এই ধরনের সমীক্ষা স্বীকৃত। তারই ভিত্তিতে এ বারের ফলাফলের আগাম আভাস। 

এ দিন টাইমস নাউয়ের এক সমীক্ষা বলা হয়েছে, ৭০টি আসনের মধ্যে এ বারে ৪৪টিতে জয়ী হতে পারে আপ। বিজেপি পেতে পারে ২৬টি আসন। আর নিউজ এক্স পোলস্ট্র্যাটের দাবি, ৫০-৫৬টি আসনে জয়ী হতে পারে আপ। বিজেপি পেতে পারে ১০-১৪টি আসন।

স্থানীয় সুদর্শন নিউজের সমীক্ষায় দেখা গিয়েছে, ৪০-৪৫টি আসনে জয়ী হতে পারে অরবিন্দ কেজরিওয়ালের দল। ২৪-২৮টি আসন যেতে পারে বিজেপির দখলে। কংগ্রেস পেতে পারে ২-৩টি আসন।

রিপাবলিক-জন বাতের সমীক্ষাতেও এগিয়ে রয়েছে আপ। তাদের দাবি, এ বারে ৪৮-৬১টি আসন পেতে পারে তারা। ৯-২১টি আসন যেতে পারে বিজেপির ঝুলিতে। কংগ্রেস পেতে পারে ১টি আসন।

ইন্ডিয়া নিউজ-নেতার দাবি, ৫৩-৫৭টি আসন পেতে পারে অরবিন্দ কেজরিওয়ালের দল। ১১-১৭টি আসন পেতে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে ০-২টি আসন। টিভি নাইন ভারতবর্ষ সিসেরোর সমীক্ষাতেও এগিয়ে আপ। তাদের দাবি, ৫৪টি আসন পেতে পারে আপ। বিজেপি পেতে পারে ১৫টি আসন। ১টি আসন পেতে পারে কংগ্রেস।

ইন্ডিয়া টিভির সমীক্ষায় ৪৪টি আসন পেয়ে বিজেপির থেকে এগিয়ে রয়েছে আপ। বিজেপি ২৬টি আসন পেতে পারে বলে দাবি তাদের। কংগ্রেস পেতে পারে ২-৩টি আসন। এবিপি নিউজ সি ভোটারের সমীক্ষায় ৪৪-৬৩টি আসন পেয়ে এগিয়ে আপ। বিজেপি পেতে পারে ৫-১৯টি আসন। কংগ্রেসের ঝুলিতে ০-৪টি আসন যেতে পারে। 

ইন্ডিয়া টুডে অ্যাক্সিস পোলের দাবি, এ বারে কেজরীবালের দল ৫৯-৬৮ টি আসন পেতে পারে। বিজেপি পেতে পারে ২-১১ টি আসন। কংগ্রেসের ঝুলিতে একটিও আসন ঢুকবে না বলে দাবি তাদের।

এ নির্বাচনে মূলত লড়াই হচ্ছে মোদির বিজেপি ও কেজরিওয়ালের আম আদমি পার্টির মধ্যে। এর আগে কঠোর নিরাপত্তার মধ্যদিয়েই সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

তবে গতবারের তুলনায় এবারের ভোটদানের হার কম। তারপরও শেষ সময় পর্যন্ত ভোট পড়েছে ৫৫ শতাংশ। এরপর শুরু হয় ভোট গণনা। ইভিএমে গৃহীত ভোটের ফলাফল আসতে শুরু করে দ্রুতই। 

এর আগে এনআরসির কারণে মহারাষ্ট্র ছাড়াও পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডেও কপাল পুড়ে ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপির। 

এআই/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি