ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

রুশ সীমান্তে ন্যাটোর মহড়ায় রাশিয়ার হুঁশিয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ৮ মার্চ ২০২০

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা- পার্স টুডে

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা- পার্স টুডে

Ekushey Television Ltd.

রাশিয়ার সীমান্তের কাছে সামরিক মহড়া আয়োজনের ব্যাপারে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল শনিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর পার্স টুডে’র। 

তিনি ন্যাটোর রুশ-বিদ্বেষী নীতির নিন্দা করে বলেন, ‘রাশিয়ার পশ্চিম সীমান্তবর্তী কয়েকটি দেশে ন্যাটো জোট আগামী মাসে যে মহড়ার আয়োজন করতে যাচ্ছে তার পরিণতি ভালে হবে না। এ মহড়ায় ন্যাটোর ইউরাপীয় সদস্য দেশগুলোর পাশাপাশি আমেরিকার ২০ হাজার সেনা অংশগ্রহণ করবে। সেই সঙ্গে এতে ২০ হাজার যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামের অংশগ্রহণ করানোর মাধ্যমে এ মহড়াকে শীতল যুদ্ধ পরবর্তী সবচেয়ে বিশাল সামরিক মহড়ায় পরিণত করা হচ্ছে।’

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ন্যাটো জোটের প্রতি নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের অজুহাতে আমেরিকা রাশিয়ার সীমান্তে নিজের সেনা সংখ্যা বৃদ্ধি করেই যাচ্ছে। সেই সঙ্গে ন্যাটো জোটের সামরিক বাজেটও বাড়িয়ে যাচ্ছে আমেরিকা।’

মারিয়া জাখারোভা বলেন, ‘আমেরিকা ও ন্যাটো জোট এ কথা গোপন করারও চেষ্টা করছে না যে, তাদের এ মহড়ার সম্ভাব্য শত্রু রাশিয়া। এ ধরনের মহড়া আয়োজন করে রাশিয়াকে ভীত করা বা দেশটিকে তার নীতি পরিবর্তন করতে বাধ্য করা যাবে না বলেও জানান এই রুশ মুখপাত্র।’

উল্লেখ্য, রাশিয়ার সীমান্তের কাছে মার্কিন নেতৃত্বাধীন জোট দুই মাসব্যাপী মহড়ার আয়োজন করতে যাচ্ছে যা আগামী এপ্রিল মাসে শুরু হয়ে মে মাসে শেষ হবে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি