ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

করোনার প্রভাবে যুক্তরাষ্ট্র-কানাডার সীমান্ত বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩১, ১৯ মার্চ ২০২০

বিশ্বব্যাপী ভয়াবহ রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের ১৭২ দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ভাইরাসটির সংক্রমণরোধে বিভিন্ন দেশ একের পর এক পদক্ষেপ নিচ্ছে।

এবার এই ভাইরাসের প্রকোপে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ফোনালাপে এ বিষয়ে সম্মতি দেন। তবে দুই দেশের সীমান্ত বন্ধের কোনও সময়সীমা উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, আমরা পারস্পরিক সম্মতিতে অস্থায়ীভাবে কানাডার সঙ্গে আমাদের উত্তর সীমান্ত বন্ধ করব।

এ নিষেধাজ্ঞার কারণে বাণিজ্যে কোনও সমস্যা হবে না বলেও জানান ট্রাম্প। কানাডার রফতানির প্রায় ৭৫ শতাংশই যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল।

এর আগেই দুই দেশ তাদের নাগরিকদের অন্য দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল।

এক সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো বলেন, আমরা দুই নেতা এ বিষয়ে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি পরিষ্কার করে বলতে চাই, প্রয়োজনীয় ভ্রমণ এখনও অব্যাহত থাকবে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি