ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুরুতেই সত্যি লুকিয়েছে উহান কর্তৃপক্ষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ১৭ মে ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাস পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, মহামারির শুরুতে চীন বিশ্ববাসীকে সঠিক সত্য দেয়নি। চীন শুরুতেই এই মহামারি ঠেকাতে পারতো বিশ্বাস তার। তবে ট্রাম্পের এসব অভিযোগ বারবার প্রত্যাখ্যান করেছে চীন। তবে এবার চীনা সরকারের এক কর্মকর্তাই বললেন, ভাইরাসের উৎপত্তিস্থল উহানের কর্তৃপক্ষ মহামারি নিয়ে শুরুতে সত্যি কথা বলেনি।

উর্ধ্বতন স্বাস্থ্য উপদেষ্টা ও কোভিড-১৯ যুদ্ধে দেশের সুপরিচিত মুখ ডা. ঝং নানশান শনিবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে একান্ত সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেন, ডিসেম্বরে প্রথম করোনা শনাক্ত হয়েছিল উহানে। কিন্তু মহামারির শুরুতে এর ভয়াবহতা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর খুঁটিনাটি জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ।

মহামারি নিয়ে তদন্ত করতে ১৮ জানুয়ারি ঝংয়ের নেতৃত্বে জাতীয় স্বাস্থ্য কমিশনের বিশেষজ্ঞ দল গিয়েছিল উহানে। সেখানে পৌঁছানোর পর ডাক্তার ও সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে অনেক ফোনকল পান ঝং। সরকারি প্রতিবেদনের চেয়েও পরিস্থিতি অনেক খারাপ বলে তাকে সতর্ক করা হয়। ঝং বলেছেন, ‘স্থানীয় কর্তৃপক্ষ, তারা ওই সময় সত্যি কথা বলেছিল না। একেবারে শুরুতে তারা চুপ ছিল এবং আমি বলেছিলাম, সম্ভবত সংক্রমণের সংখ্যা অনেক।’

সরকারি প্রতিবেদনে ১০ দিনেরও বেশি সময় ধরে উহানে আক্রান্তের সংখ্যা ৪১ জনই থাকায় সন্দেহ হয় ঝংয়ের। তিনি বলেছেন, ‘আমি তা বিশ্বাস করিনি, তাই আমি তাদের জিজ্ঞাসা করেই গেছি এবং আসল সংখ্যাটা জানতে চেয়েছি। আমার ধারণা আমার প্রশ্নের উত্তর দিতে তাদের খুবই অনীহা ছিল।’
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি